সারা বছর আমাদের মধ্যে অনেক বাবা-মা অথবা বয়স্ক মানুষেরা হাতের তালু বা পায়ের তলায় জ্বালা পোড়ায় ভুগে থাকেন। তাদের এই সমস্যা দূর করতে কয়েক ফোটা তিরয়াকই যথেষ্ট।
কাজের চাপে বা যে কোন কারণে অল্পতেই মাথা ব্যাথা করলে অথবা মাথা ধরলে কয়েক ফোঁটা তিরয়াক ব্যাবহারের ফলে মুহূর্তেই আরাম পাওয়া যাবে।
কাটা ছেড়া বা পুরনো ক্ষতঃ
অসাবধানতায় বা দুর্ঘটনায় হাটু, কনুই বা শরীরের যেকোনো স্থানে কেটে অথবা ছিঁড়ে গেলে তাৎক্ষনিক সমাধান পেতে ক্ষত বা আক্রান্ত স্থানে কয়েক ফোটা তিরয়াক লাগিয়ে দিলেই আপনি ফলাফল পাবেন।